হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে আওয়ামী লীগের সম্মেলনে অতিথির আসনে ওসি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে মঞ্চে বসা শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) এ কে এম ফজলুল হক। রাজনৈতিক দলের সম্মেলনে অতিথির আসনে ওসির উপস্থিতি নিয়ে এলাকাবাসী নানা সমালোচনা করছেন।

গতকাল বুধবার সন্ধ্যার পর ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

দলীয় প্রোগ্রামে ওসির উপস্থিত নিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) এ কে এম ফজলুল হক জানান, সন্ধ্যার পর অনুষ্ঠান ছিল, সেখানে এমপি স্যার ছিলেন, তবে সেটা কোনো দলীয় প্রোগ্রাম ছিল না।

এ সময় সম্মেলনে তাঁর উপস্থিতির ছবি আজকের পত্রিকার কাছে রয়েছে জানালে ওসি বলেন, ‘আমি প্রথমে ছিলাম, পরে চলে আসি।’

এ বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুনশি বলেন, ‘কাল সারা দিন ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত ছিলাম। বিষয়টি সম্পর্কে জানি না, আমি খোঁজ নিচ্ছি। বিস্তারিত জেনে এ বিষয়ে বলতে পারব।’ 

উল্লেখ্য, ওয়ার্ড আওয়ামী লীগের এই সম্মেলনে আঙুল হক সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক জনাব ছালিক আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া প্রমুখ।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত