হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে আওয়ামী লীগের সম্মেলনে অতিথির আসনে ওসি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে মঞ্চে বসা শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) এ কে এম ফজলুল হক। রাজনৈতিক দলের সম্মেলনে অতিথির আসনে ওসির উপস্থিতি নিয়ে এলাকাবাসী নানা সমালোচনা করছেন।

গতকাল বুধবার সন্ধ্যার পর ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

দলীয় প্রোগ্রামে ওসির উপস্থিত নিয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) এ কে এম ফজলুল হক জানান, সন্ধ্যার পর অনুষ্ঠান ছিল, সেখানে এমপি স্যার ছিলেন, তবে সেটা কোনো দলীয় প্রোগ্রাম ছিল না।

এ সময় সম্মেলনে তাঁর উপস্থিতির ছবি আজকের পত্রিকার কাছে রয়েছে জানালে ওসি বলেন, ‘আমি প্রথমে ছিলাম, পরে চলে আসি।’

এ বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুনশি বলেন, ‘কাল সারা দিন ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত ছিলাম। বিষয়টি সম্পর্কে জানি না, আমি খোঁজ নিচ্ছি। বিস্তারিত জেনে এ বিষয়ে বলতে পারব।’ 

উল্লেখ্য, ওয়ার্ড আওয়ামী লীগের এই সম্মেলনে আঙুল হক সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক জনাব ছালিক আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া প্রমুখ।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ