হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন মা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে দুই সন্তানসহ বিষপানে এক মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত মায়ের নাম আখি আক্তার। তিনি বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যায়। আনুমানিক ৯টার দিকে বাড়িতে ফিরে এসে দেখতে পান স্ত্রী আখি আক্তারসহ তাঁর দুই ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) ঘরের ভেতর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এ সময় ছেলে সিয়াম জানায়, তার মা প্রথমে নিজে বিষপান করে পরে তাদেরও বিষপান করিয়েছে। এসব শুনে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আহতদের শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানায়, তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দ্রুত তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। পরে সিলেট যাওয়ার পথে আখি আক্তার মারা যায়। পারিবারিক কলহের জেরেই আখি বিষপান করেন।

শামসুল জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর আমার দুই সন্তানকে দিরাই হাসপাতালে নিয়ে আসি। ওরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন ওদের অবস্থা ভালো।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষপানের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছিল। বিষ পানে মা আখি আক্তারের মৃত্যু হয়েছে, তার দুই ছেলে ভালো আছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে মরদেহ পাঠানো হয়েছে। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট