হোম > সারা দেশ > সিলেট

চার ঘণ্টা ভোগান্তির পর সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট প্রতিনিধি

চার ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। 

এর আগে ভোর ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকালে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। অন্যান্য পরিবহনও ছিল তুলনামূলক কম। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর যান চলাচল স্বাভাবিক হয়। 

কারাবন্দী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার রাতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা রাজনকে নাশকতার একটি মামলায় গত ৭ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ।

ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘প্রশাসনের আশ্বাস ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করেছি। রাজনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু পরিবহন শ্রমিক নেতা হওয়ায় তাঁকে আরও একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। এ ছাড়া বিচার শেষ হওয়ার আগপর্যন্ত তাঁর জামিনের দাবি জানিয়েছি।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট