হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বিপুল পরিমাণ পাসপোর্ট-এনআইডি জব্দ, দালাল চক্রের ৩ সদস্য আটক

হবিগঞ্জ প্রতিনিধি   

পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসাসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পাসপোর্ট তৈরির দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিভিন্ন দেশের ভিসা ও অন্যান্য সরঞ্জাম।

আটক ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের আব্দুস সালাম, সদর উপজেলার উমেদনগরের সাইদুল ইসলাম ও বড় বহুলা এলাকার ফরিদ মিয়া। আজ শুক্রবার তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে প্রথমে সাইদুলকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে পরে সদর ও চুনারুঘাটে অভিযান চালিয়ে সালাম ও ফরিদকে আটক করা হয়।

তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি, এনআইডি সংশোধন ও বয়স কমানো-বাড়ানোর কাজে জড়িত। এ ছাড়া বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, তিনজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট