হোম > সারা দেশ > সিলেট

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেওয়ার অভিযোগ, সিলেটে সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি

জয়দেব চৌধুরী মাধব। ছবি: সংগৃহীত

যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবকে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করেছেন হকাররা। শুক্রবার রাতে নগরের জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক হকার। এ সময় পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়। ওই যুবদল নেতা সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে ইতিমধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

সিলেটের হকার্স ঐক্য পরিষদের আহ্বায়ক রুহুল আমিন রুবেল বলেন, ‘সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাধব একজন সন্ত্রাসী। কয়েক দিন থেকে আমাদের নিরীহ হকারদের ধরে ধরে আনে আর ২-৩ লাখ টাকা চাঁদা চায়। তাঁদের সঙ্গে আমরা অনেকবার আপসের চেষ্টা করেছি। কিন্তু তাঁর দাবি, তাঁকে প্রতিদিন চাঁদা দিতে হবে ১ লাখ টাকা করে। আজকেও আমাদের এক মুরব্বিকে নিয়ে গেছে। তাঁকে এখন এখানে এনে দিতে হবে। এই মাধবকে এখন গ্রেপ্তার করতে হবে। এমনকি বিএনপি থেকে মাধবকে বহিষ্কারের দাবি জানাই।’

আহ্বায়ক রুহুল আমিন আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মাধবকে বহিষ্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। মাধবের বহিষ্কার চাই, মাধবের গ্রেপ্তার চাই। যতক্ষণ পর্যন্ত না তাঁকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে অবরোধের ফলে জিন্দাবাজার, বন্দরবাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন চলাচল করা মানুষেরা।

এ বিষয়ে মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিলে কেউই ধরেননি।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, চাঁদাবাজদের কোনো দল নেই। মাধবকে ইতিমধ্যে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। আর যাঁকে অপহরণ করা হয়েছে, তাঁকে উদ্ধারের কার্যক্রম চলছে।

সিলেটে হকারদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘আধা ঘণ্টার মতো সড়ক অবরোধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি দেখেছি দুজন পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়েছে। পুলিশ তো সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল, তাঁদের ওপর কেন হাত তোলা হলো? এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি