হোম > সারা দেশ > সুনামগঞ্জ

তাহিরপুরে দেড় হাজার পরিবারের পাশে ‘টুগেদার ফর বাংলাদেশ’

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ১৫০০ এর বেশি পরিবারকে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে ‘টুগেদার ফর বাংলাদেশ’। এছাড়াও কনকর্ড ফার্মাসিউটিক্যালস ত্রাণে ওষুধ সরবরাহের পাশাপাশি, তাদের সঙ্গে একাগ্রভাবে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। 

বন্যা পূর্বাভাস এবং সতর্কতা কেন্দ্র থেকে জানা যায়, সুনামগঞ্জ এর প্রায় নব্বই শতাংশ জায়গা তলিয়ে গেছে। এর মধ্যে তাহিরপুর এলাকার অবস্থা বেশ সংকটাপন্ন। দোকানপাট সব বন্ধ এবং বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর ধানি জমি। আনুমানিক ২৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 

এমন অবস্থায় ‘টুগেদার ফর বাংলাদেশ’ প্রতিষ্ঠানটির পরিচালক, এস এম নাজমুস সাকিবের পরিচালনায় ১৪ জনের একটি স্বেচ্ছাসেবী দল নিয়ে শুরু করেছে সুনামগঞ্জ, তাহিরপুরে ত্রাণ বিতরণ কর্মসূচি। টুগেদার ফর বাংলাদেশ তাহিরপুর উপজেলার জনগণের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া আমরা বন্যার্ত গ্রামবাসীর জন্য শুকনো খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। 

এছাড়া বন্যায় অনেকেই গৃহহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় দেশবাসীর কাছে আমার অনুরোধ যতটা সম্ভব তহবিল সংগ্রহ করুন এবং তাদের পুনর্বাসনে এগিয়ে আসুন। এতে করে আমরা সাম্প্রতিক বন্যা মোকাবিলা করতে পারি বলেছেন টুগেদার ফর বাংলাদেশের পরিচালক এস এম নাজমুস সাকিব।

‘টুগেদার ফর বাংলাদেশ’ একটি যুব স্বেচ্ছাসেবী সংগঠন। যা করোনা মহামারির সময়ে ২০২০ সাল থেকে সক্রিয়ভাবে কাজ করছে। তাদের সফল কার্যক্রম যেমন সুবিধাবঞ্চিত শিশুদের কাপড়, শীতবস্ত্র বিতরণ, করোনায় মাস্ক বিতরণ ও সচেতনতা কর্মসূচি, পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা, প্রাণী ও ঘোড়াদের মাসব্যাপী খাদ্য বিতরণ ইত্যাদি। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট