হোম > সারা দেশ > সিলেট

ধলাই নদে পাথরবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

কোম্পানীগঞ্জের ধলাই নদে পাথরবোঝাই নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভারত সীমান্তঘেঁষা ধলাই নদের পূর্ব পাড়ে ১২৫১ নম্বর পিলারের কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ বিষয়টি নিশ্চিত করেন। 

নিখোঁজ শ্রমিকের নাম অফিক মিয়া (৪২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত মইবুর রহমানের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ধলাই নদের উজানে ভারতের সীমান্তবর্তী এলাকা (সাদা পাথর) থেকে পাথর নিয়ে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় অফিক মিয়া ছাড়াও রফিক, সফিক ও জজ মিয়া নামে আরও তিন বারকি শ্রমিক ছিলেন (যন্ত্র ছাড়া পাথর-বালু তোলেন যাঁরা)। বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অফিক। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। 
 
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহায়তায় নিখোঁজ ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ জানান, ধলাই নদের সীমান্তবর্তী জিরো পয়েন্ট (সাদা পাথর) থেকে আধা কিলোমিটার উত্তরে ১২৫১ নম্বর পিলার বরাবর নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখানে পানির প্রবল স্রোত এবং ১২-১৫ ফুট গভীরতা রয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত