হোম > সারা দেশ > সিলেট

শুকিয়ে যাওয়ার হুমকিতে জৈন্তাপুর শাপলার বিল

প্রতিনিধি

জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুর লাল শাপলার বিলে চলছে কারেন্ট জাল দিয়ে মাছ নিধন। আবার বিল থেকে নালা কেটে পানি নেওয়া হচ্ছে আবাদি জমিতে। ফলে শুষ্ক মৌসুমে বিলটি শুকনো চরায় পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। 

সম্প্রতি শাপলা বিল ঘুরে দেখা যায়, রাস্তা ও ব্রিজ নির্মাণের জন্য দুই মাস আগে নালা করে পানি বের করে দেওয়া হয়েছে। ফলে শাপলার প্রজনন মৌসুমে এসে বিলটিতে পানির সংকট দেখা দিয়েছে। এর আগে কখনো বিলে এত কম পানি দেখা যায়নি। পানি বেশি কমে যাওয়ায় বিলে ছেড়ে দেওয়া হচ্ছে মহিষ। এতে লাল শাপলার খুদে চারাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের অবহেলার কারণেই বিলটি ধ্বংস হতে চলেছে। লাল শাপলার প্রজনন মৌসুমে নালা করে পানি বের করে দেওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। এর আগে কোনোদিন বিলে পানিসংকট হয়নি। মূলত বিলের জমি দখলে নেওয়ার জন্যই এমনটি করা হচ্ছে। নির্বিচারে কারেন্ট জাল দিয়ে বিলের মাছ নিধনও চলছে। এখনই নালা বন্ধ করে বিলে পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং মাছ নিধন বন্ধের দাবি জানান তাঁরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, বাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। তবে ওই সব অনিয়ম সম্পর্কে আমার কিছু জানা নেই। বিষয়গুলো সম্পর্কে আমাকে কেউ জানায়ওনি। মাত্র আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট