হোম > সারা দেশ > সিলেট

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার

সিলেট প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী বুধবার। ওই দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইট সরাসরি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। ১৪ মে সরাসরি মদিনার উদ্দেশে ৪১৯ যাত্রী নিয়ে যাবে প্রথম ফ্লাইট। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। এ বছর সিলেট থেকে ২ হাজার ৯৫ হজযাত্রী সৌদি আরব যাবেন। আর ঢাকা থেকে ৪০০ জন যাবেন।

জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়। আর বাকিগুলো সিলেট থেকে জেদ্দায় যাবে।

রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, ‘হজ ফ্লাইটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। এ বছর কোনো সমস্যা হয়নি।

আমরা প্রয়োজনমতো টিকিট ও সবকিছু পেয়েছি। ১৪ মে প্রথম ফ্লাইট শুরু হবে সিলেট থেকে, পরে আরও চারটি ফ্লাইট যাবে। আর অনেকে ঢাকা থেকেও যাবেন। এ বছর সিলেটের ১৫টি এজেন্সি হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে।’

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড