হোম > সারা দেশ > সুনামগঞ্জ

টিনের চালার বৃষ্টির পানি পড়া নিয়ে মারামারি, আহত ৪ 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে টিনের চালার বৃষ্টির পানি বারান্দায় পড়া নিয়ে দুই পক্ষের মারামারিতে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন আটঘর গ্রামের রহিমা বেগম (৪৫), আলাউদ্দিন আল-আজাদ (২৬), ইউসুফ (৩২) হারুন মিয়া (১৮। এর মধ্যে আলাউদ্দিন আল-আজাদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেননি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাতে বসত ঘরের টিনের চালার বৃষ্টির পানি বারান্দায় পড়াকে কেন্দ্র করে আটঘর গ্রামের আছমত উল্লাহ স্ত্রীর রহিমার সঙ্গে পাশের ঘরের মোক্তার মিয়ার ছেলে ইউসুফ মিয়ার কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায় দুই পরিবারের লোকজন মারামারিতে লিপ্ত হন। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক আলাউদ্দিন আল-আজাদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি