হোম > সারা দেশ > সিলেট

ভারত সীমান্তে বাংলাদেশি কিশোরের গলা কাটা লাশ

সিলেট প্রতিনিধি

সিলেটের কানাইঘাট সীমান্তের ভারতের অভ্যন্তরে এক কিশোরের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখা গেছে। লাশটি বাংলাদেশি কিশোর মাসুমের (১৫) বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার বিকেলে সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের অভ্যন্তরে ওই লাশ দেখতে পাওয়া যায়।

মাসুম কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলার সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ইলিয়াস হোসেন।

এ বিষয়ে মাসুমের মামা জহির উদ্দিন জানান, ভারতের অভ্যন্তরে হারাইপুঞ্জি ও সিঙ্গারীখালের পাশে গলা কাটা অবস্থায় পড়ে থাকা লাশ তাঁর ভাগনা মাসুমের। বাংলাদেশ সীমান্তে অবস্থান করে লাশের পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে তাঁরা লাশটি মাসুমের বলে শনাক্ত করতে পেরেছেন।

জহির উদ্দিন আরও বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সীমান্তবর্তী বাদশা বাজারে ছিল মাসুম। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। আজ বৃহস্পতিবার বিকেলে সীমান্ত এলাকায় বসবাসরত অনেকে ভারতের অভ্যন্তরে কয়েক গজ ভেতরে পড়ে থাকা লাশটি নিখোঁজ মাসুমের বলে পরিচয় শনাক্ত করার পর পরিবারের সদস্যদের খবর দেন। এরপর আমরা জানতে পারি।’

উপজেলার সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ইলিয়াস হোসেন বলেন, ‘সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের অভ্যন্তরে এক কিশোরের গলা কাটা লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলের পাশে বিজিবির সদস্যরা রয়েছেন এবং বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এখন লাশটি ভারতের পুলিশ নিয়ে যাবে এবং পরবর্তীতে লাশের ময়নাতদন্ত শেষে তারা আমাদের কাছে হস্তান্তর করবে।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ