হোম > সারা দেশ > সিলেট

নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার 

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বাবুল তালুকদার (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ১৭ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় হাওর থেকে বাবুল তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বরমচালের হাওরতীরবর্তী বড়ছড়ার পাড় এলাকায় ঝড়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে। 

জানা যায়, বাবুল তালুকদার উপজেলার ভূকশীমইল ইউনিয়নের বাদে ভূকশীমইল এলাকার বাসিন্দা। 

নিখোঁজ বাবুল তালুকদারের শ্যালক আবুল হোসেন ও কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর বোনজামাই বাবুল তালুকদার (ইরানী বাবুল) স্থানীয় আজিজুর রহমানসহ (৬২) হাওরে মাছ ধরতে পার্শ্ববর্তী বরমচালের বড়ছড়ার পাড় এলাকার দিকে নৌকাযোগে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর তাঁদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকায় থাকা আজিজুর রহমান সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও ইরানী বাবুল নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে রাতে নিখোঁজ ইরানী বাবুলের স্বজন ও স্থানীয়রা মিলে নৌকাযোগে তাঁর সন্ধানে নামেন। রাতে কোনো সন্ধান না পাওয়ায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে সিলেট থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেন। নিখোঁজের ১৭ ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে তাঁর মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল কাদির মোবাইল ফোনে বলেন, বিষয়টি জানার পর আজ বৃহস্পতিবার সিলেট থেকে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলের একটু দূরে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত