হবিগঞ্জের মাধবপুরে আদুরী বাকতি সুনিতা (৪৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৯ নম্বর বস্তির মৃত লক্ষ্মীপ্রসাদ বাকতির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সকালে সুনিতা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা ১৪ জানুয়ারি মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বুধবার সকালে দক্ষিণ বেজুরা গ্রামের পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে গ্রামের লোকজন মাধবপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে গেলে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।