হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিয়ের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আজ বুধবার বিকেলে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জকিগঞ্জে বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক নিহতসহ অন্তত চারজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ওপর কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম শাহাবুদ্দিন সাবু (৪৮)। তিনি বারঠাকুরী ইউপির লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোনাসার কমিউনিটি সেন্টার থেকে বর-কনের গাড়িবহর কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি কালীগঞ্জ থেকে সোনাসার এলাকার দিকে যাচ্ছিল। যানবাহনগুলো কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় পৌঁছালে বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অটোরিকশার। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিন নিহত হন।

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আজ বুধবার বিকেলে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনায় বর-কনের সঙ্গী ওই মাইক্রোবাসের যাত্রী নারী-শিশুসহ চারজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস ও অটোরিকশা উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না আজকের পত্রিকাকে বলেন, বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাহাবুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত