হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিয়ের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আজ বুধবার বিকেলে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জকিগঞ্জে বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক নিহতসহ অন্তত চারজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ওপর কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম শাহাবুদ্দিন সাবু (৪৮)। তিনি বারঠাকুরী ইউপির লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোনাসার কমিউনিটি সেন্টার থেকে বর-কনের গাড়িবহর কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি কালীগঞ্জ থেকে সোনাসার এলাকার দিকে যাচ্ছিল। যানবাহনগুলো কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকায় পৌঁছালে বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অটোরিকশার। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিন নিহত হন।

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আজ বুধবার বিকেলে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনায় বর-কনের সঙ্গী ওই মাইক্রোবাসের যাত্রী নারী-শিশুসহ চারজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম-ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস ও অটোরিকশা উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না আজকের পত্রিকাকে বলেন, বর-কনের গাড়িবহরের একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাহাবুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের