হোম > সারা দেশ > সিলেট

ধর্মঘট দ্বিতীয় দিনে, সুনামগঞ্জে মানুষের ভোগান্তিও চরমে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী সেতু থেকে টোল বন্ধ, বাস টার্মিনাল সংস্কারসহ তিন দফা দাবিতে ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও কঠোর রয়েছে, সেই সঙ্গে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের আজ (শনিবার) দ্বিতীয় দিনেও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ যাত্রীরা টার্মিনালে এসে জড়ো হচ্ছে। তবে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। 

আজ শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাস স্টেশনে গিয়ে দেখা যায় সব যানবাহন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। টিকিট কাউন্টারও বন্ধ। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, আবার অনেকেই বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।

রিকশাচালক আমির আলী বলেন, ‘গাড়ি বন্ধ থাকায় আমরার আয়রোজগার কমি গেছে। গাড়ি থাকলে কিছু রোজি করা যায়। ওখন দুই দিন ধইরা কষ্টে দিন কাটাইরাম।’

বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের যাত্রী শফিউল আলম বলেন, ‘পরিবহন মালিকেরা যেসব দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন, সে দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে জানানো উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’

দ্বিতীয় দিনের ধর্মঘটে সাধারণ খেটে খাওয়া দিনমজুর, শ্রমিকেরা পড়েছেন চরম বিপাকে। সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারছে না। ফলে দিনমজুরেরা পায়ে হেঁটে শহরে আসছে কাজের সন্ধানে।

সদর উপজেলার বাহাদুর গ্রামের দিনমজুর সোহেল আহমদ বলেন, ‘ধর্মঘটের পয়লা দিন আমরা শহরো সিএনজি, লেগুনা দিয়া আইতাম পারছি। কিন্তু আজকে কিচ্ছু চলে না। আমরা হাইট্টা আইছি কাজো।’

এদিকে ধর্মঘটের কারণে এক দিন আগেই নৌকা ও মোটরসাইকেলে করে সিলেটে বিএনপির গণসমাবেশে যোগ দিতে গেছেন নেতা-কর্মীরা। সকাল থেকে বাস না থাকায় বিভিন্ন বাহন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের সিলেটের সমাবেশে যোগ দেওয়ার জন্য যেতে দেখা গেছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা