হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ভূমিকম্পে স্কুল ভবনে ফাটল

প্রতিনিধি

সিলেট: সিলেটে ভূমিকম্পে নগরীর রাজা গিরিশ চন্দ্র (জিসি) স্কুল ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর বন্দরবাজার এলাকার ওই স্কুল ভবনে ফাটল দেখতে পান স্থানীয়রা। স্কুল ভবনে ফাটলের খবরে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। 

সোমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। তিন দশমিক আট মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। 

রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন জানান, সোমবারের সন্ধ্যার ভূমিকম্পের পর বিদ্যালয়ের দ্বিতল ভবন ‘বদরউদ্দিন কামরান ভবন’-এ ফাটল দেখা দেয়। 

১৮৮৬ সালে বিদ্যালয়টি নির্মাণ করেন প্রখ্যাত দানশীল ও শিক্ষানুরাগী রাজা গিরিশ চন্দ্র। পরবর্তীতে স্কুলের এই ভবনটি ২০০৬ সালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের নামে নির্মিত হয়। তবে ২০১৭ সালের দিকে ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ হয়। 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, ওই ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভবনটি কিছুটা হেলেও পড়েছে। 

এদিকে ভবনে ফাটল দেখা দেওয়ার খবরে সেখানে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে সিসিকের কর্মকর্তারাও ছিলেন। ভবন পরিদর্শন শেষে মেয়র আরিফুল হক বলেন, ‘বিদ্যালয়ের এই ভবন এবং সামনে যে মার্কেট ভবন রয়েছে দুটোই বিপজ্জনক হয়ে উঠেছে। ভবন দুটিকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছি। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি সবাইকে সতর্ক থেকে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার কথা জানান। 

এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে সিলেটে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট