হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলিশের গুলি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের বালাগঞ্জে একটি কেন্দ্রে ফলাফল ঘোষণায় দেরি হওয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বালগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এ সময় পদদলিত হয়ে দুজন আহত ও একজন স্প্লিন্টারবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, পূর্ব পৈলনপুর ইউনিয়নের মাকশি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ও কাপ–পিরিচ প্রতীকে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুরের সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোট গণণা শেষে ফলাফল নিয়ে ফেরার পথে উভয়পক্ষ পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে একজন সমর্থকের শরীরে গুলি লাগে। পদদলিত হয়ে আহত হন আরও দুজন।

বালাগঞ্জ থানায় ওসি বদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যালট বাক্স আনার সময় প্রার্থীর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালানের চেষ্টা করে। এ সময় পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের