হোম > সারা দেশ > সিলেট

সংঘর্ষ এড়াতে বাস ঢুকে গেল পেট্রল পাম্পে, আহত ১৫

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে যাত্রীবাহী বাস ঢুকে গেল পেট্রল পাম্পে। এতে বাসে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন ১৫ জন। দুর্ঘটনায় বাসের ধাক্কায় পেট্রল পাম্পের একটি খুঁটি ভেঙে পড়েছে। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল পেট্রল পাম্পে দুর্ঘটনাটি ঘটে। 

দুর্ঘটনায় আহতেরা হলেন শাহিন, সোহরাব, সৃজন, রিদিষা, আনোয়ার আলী, সুমি আক্তার, শেখ জিয়াউল, রতন, রুহুল আমিন, শেখ আহুরা, আকবর আলী, মনির হোসেন ও আমিন। 

বাসের যাত্রী, পুলিশ ও স্থানীরা জানান, দুপুরে সিলেট থেকে ভোলাগঞ্জগামী সাদা পাথর পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের তেলিখাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। এ সময় সংঘর্ষ এড়াতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি রাস্তার পাশের একটি পেট্রল পাম্পের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। খুঁটির কারণে বাসটি খাদে পড়েনি। এতে বাসের যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। তবে দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। পাম্পের খুঁটি ভেঙে পড়েছে। 

স্থানীয় বাসিন্দা ও বাসের যাত্রী আরাফাত হোসেন বলেন, বিপরীতমুখী ট্রাক পাম্পে ঢুকতে চেয়েছিল। এর জন্য ট্রাকের চালক সিগন্যাল দেন, কিন্তু বাসচালক হয়তো সিগন্যাল খেয়াল করেননি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হলে বাসচালক যাত্রীদের নিয়ে পাম্পে ঢুকে যান। বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির ঘটনা ঘটত।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, পাম্পের খুঁটির সঙ্গে ধাক্কা না খেলে বাসটি হয়তো খাদে পড়ত। ভাগ্যক্রমে যাত্রীরা বেঁচে গেছেন। 

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা