সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে মসজিদের ভেতরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে আহত অবস্থায় তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত ব্যক্তি হলেন লিয়াকত আলী (৫৫)। তিনি সাঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্তরা একই এলাকার হেলাল মিয়াসহ আরও দুই-তিনজন।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, লিয়াকত আলীর সঙ্গে হেলাল মিয়ার বিরোধ রয়েছে। এরই জেরে শুক্রবার সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই হেলালসহ দু-তিনজন ওই লিয়াকতকে ঘেরাও করে। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’