হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় দিনমজুরের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

হত্যা মামলায় রুমন অনমিক (৩২) নামের একজনকে আজ কর্মধা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত উসমান মিয়া কর্মধা ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। গতকাল বিকেলে তাঁর লাশ আমুলি পানপুঞ্জির একটি টিলার নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। উসমান একই উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকার একটি পানের বরজে দিনমজুরের কাজ করতেন। 

নিহত উসমানের স্ত্রী রাবিয়া বেগম জানান, শনিবার রাত আনুমানিক ১২টার পর সবুজ, রুমন ও তোফায়েল নামের তিন ব্যক্তি পানের বরজ পাহারা দেওয়ার জন্য ডেকে নেন উসমানকে। তাঁরা সাহরির আগেই ফিরে আসার কথা জানান। কিন্তু সাহরির সময় উসমান ফিরে আসেননি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে স্বামীর খোঁজে স্থানীয় রাঙিছড়া বাজারে গিয়ে সবুজকে দেখতে পান রাবিয়া। তখন সবুজ তাঁকে জানায় উসমান বাড়িতে চলে গেছেন। রাবিয়া বাড়িতে গিয়ে স্বামী ফিরে না আসায় আবারও সুবজের রাঙিছড়ার বাড়িতে যান। কিন্তু বাড়িতে গিয়ে সবুজের ঘর তালা দেওয়া দেখতে পান। দুপুরের পরে স্বামীর লাশ টিলার নিচে পড়ে থাকার খবর পান রাবিয়া। 

রাবিয়ার দাবি, সবুজ, রুমন ও তোফায়েলসহ আরও দুজন তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তাঁদের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ আছে। 

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, আজ সকালে নিহত উসমানের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট