হোম > সারা দেশ > সিলেট

হোটেল কর্মচারীর হাতে মারধরের শিকার শাবিপ্রবির এক শিক্ষার্থী 

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটে এক হোটেল কর্মচারী হাতে মারধরের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সবুজ বাংলা রেস্টুরেন্টে’ এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই হোটেল ঘেরাও করলে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটিতে তালাবন্ধ করে পুলিশ।

মারধরে শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সবুজ বাংলা রেস্টুরেন্টে’ শিক্ষার্থী ও হোটেল কর্মচারীর মধ্যে খাবার অর্ডার দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শিক্ষার্থীকে চড় মারেন হোটেল কর্মচারী জহির। এই নিয়ে দু-পক্ষের মধ্যে হাতাহাতির পরিবেশ তৈরি হয়।

মীমাংসা না হওয়ায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়। তাৎক্ষণিক অভিযুক্ত কর্মচারী ও মালিক পক্ষের কাউকে না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটি তালা বন্ধ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ছয় কর্মীকে জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে হোটেল মালিক আবুল হোসেনকে কল দিলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল বলেন, ‘ঘটনা শোনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ছাত্রকল্যাণ উপদেষ্টাসহ অন্যান্য সিনিয়র শিক্ষক সরেজমিনে উপস্থিত হই। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা তাই পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। রেস্টুরেন্টটি পুলিশ তালাবন্ধ করে দিয়েছে।’

এ নিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য আমরা ছয়জন কর্মচারীকে থানায় নিয়ে এসেছি। সিসি ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করা হবে। আপাতত কারও বিরুদ্ধে মামলা করা হয়নি। আমরা হোটেল সিলগালা করতে পারি না। তবে বিষয়টি মীমাংসা করা পর্যন্ত হোটেল তালা মারা থাকবে। যার চাবি আমাদের হেফাজতে আছে।’

এদিকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হোটেল মালিক পক্ষের মধ্যে মীমাংসার জন্য আলোচনা চলছে।

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার