হোম > সারা দেশ > মৌলভীবাজার

‘কোটি টাকায় ইজারা নিয়েছি, হাট কেন বন্ধ রাখবো?’

প্রতিনিধি, রাজনগর (মৌলভীবাজার)

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে গরুর হাট বসানোয় অভিযান চালিয়ে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ রোববার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজারে এ সাপ্তাহিক পশুর হাট বসেছিল। খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হাটটি ভেঙে দেন। সেই সঙ্গে হাটে স্বাস্থ্যবিধি না মানায় তিন জনকে বিভিন্ন অঙ্কে জরিমানাও করেন।

জানা যায়, উপজেলার টেংরাবাজারে প্রতি রোববার পশুর হাট বসে। বিধিনিষেধের মধ্যেও সেখানে নিয়মিত পশুর হাট বসছিল। আজ সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকেন।

হাটটির ইজারাদার জহিরুল ইসলাম হাট বসানোর দায় স্বীকার করে বলেন, আমি এক বছরের জন্য ১ কোটি ৪ লাখ টাকায় হাট ইজারা নিয়েছি। সরকার লিখিতভাবে হাট বন্ধ করার জন্য আমাকে কোনো নোটিশ করেনি। তাহলে কেন হাট বন্ধ রাখবো? লিখিত নির্দেশ ছাড়া হাট বন্ধ করে আমার প্রতি অবিচার করা হয়েছে বলে আমি মনে করি।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, খবর পেয়ে বিজিবি নিয়ে ওই হাটে অভিযান চালিয়ে ছত্রভঙ্গ করে দিই। সরকারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাট যাতে না বসে সে বিষয়ে হাট কর্তৃপক্ষকে সাবধান করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা