সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক গ্রামে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে বাড়ি ঘেরাও করে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার সকাল ৬টা থেকে এ অভিযান শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।
জানা গেছে, দীঘলবাক গ্রামের আফজাল খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলার সমন নিয়ে গত শুক্রবার জগন্নাথপুর থানার পুলিশ তাঁর বাড়িতে যায়। এ সময় তিনি পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পুলিশ তাঁর ঘরে ঢুকতে চাইলে আফজাল বাধা দেন। এতে পুলিশের সন্দেহ হয়। পরে জগন্নাথপুর থানার পুলিশের আরেকটি দল ওই বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে জানতে পারে, বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজ ভোর ৬টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দল ওই বাড়ি ঘিরে অভিযান চালিয়ে যাচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখনো অভিযান চলছে। বাড়ির মালিক আফজাল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।