মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরি ভাষা উৎসব উদ্যাপিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) বাংলাদেশ মনিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ উৎসব উদ্যাপিত হয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পতাকা ও বাংলাদেশ মনিপুরি সাহিত্য সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আদমপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে মিলিত হয়।