হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ৬ ওয়ার্ডে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নগরীর ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করার ২৪ ঘণ্টার মাথায় তা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। 

তিনি বলেন, ‘নেত্রীর আদেশ শিরোধার্য। তাঁর আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। বিষয়টি আমাদের জানা ছিল না। কেন্দ্র থেকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা স্থগিত করেছি।’ 

দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে ঘোষণা দিয়েছেন-নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে। কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ‘উপেক্ষা’ করে শুক্রবার সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮,২৯, ৩০,৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। 

এরপর থেকেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয় এবং আওয়ামী লীগের হাইকমান্ড ক্ষুব্ধ হন। পরে তড়িঘড়ি করে এই ছয়টি কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। 

শনিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত ১৫টি ওয়ার্ডের কমিটি গঠনের জন্য বিগত দিনে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছিল। এসব দাখিলকৃত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই শেষে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। 

গত শুক্রবার ছয়টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে অবগত হওয়ায় ঘোষিত ওই ছয়টি ওয়ার্ডসহ অবশিষ্ট ৯টি ওয়ার্ড কমিটির গঠন প্রক্রিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নির্দেশে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত