টানা তিন দিন ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা কবলিত হওয়ার পর আজ রোববার থেকে পানি কমতে শুরু করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। কর্তৃপক্ষ বলছেন, বৃষ্টি কমে গেলে বন্যার পানি থেকে মুক্তি পাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘এক কিলো রোড’, প্রধান ফটক, কেন্দ্রীয় গ্রন্থাগার, একাডেমিক ভবন বি, ইউনিভার্সিটি সেন্টারগুলো সম্পূর্ণ পানি মুক্ত রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ ও ডি, চেতনা ‘৭১, প্রশাসনিক ভবন-১ ও ২ এবং ছাত্রী হলে পানির পরিমাণ কমতে শুরু করেছে।
ক্যাম্পাসে অবস্থানরত সাব্বির আহমেদ নামের একজন শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে আগের তুলনায় অনেকটা পানি কমে গেছে। বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হয়েছে। তবে সুনামগঞ্জের মানুষদের অবস্থা বেগতিক। তাদের প্রাণে বাঁচাতে উদ্ধার তৎপরতা আরও বাড়ানো দরকার।’
এদিকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হওয়ার ব্যাপারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বৃষ্টি কমে গেলে বন্যার পানি থেকে একেবারে মুক্তি পাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।