হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যা’

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া থেকে ফারজানা আক্তার (২২) নামের এক প্রতিবন্ধী তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা আছিয়া বেগমকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানান, ফারজানা আক্তার প্রতিবন্ধী ছিলেন। করোনায় তাঁর বাবা মারা যান। এরপর থেকে মা আছিয়া বেগম ফারজানার দেখভাল করতেন। 

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু বলেন, ফারজানার মা আছিয়া বেগমেরও মানসিক সমস্যা রয়েছে। তিনি একাই মেয়েকে দেখাশোনা করতেন। ফারজানার দুই ভাই রয়েছে। তাঁরা তাঁদের সংসার নিয়ে অন্যত্র বসবাস করেন। 

সুনামগঞ্জ থানার পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজ সকালে আছিয়া বেগম তাঁর মেয়েকে জবাই করে হত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। 

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পরপরই তরুণীর মা আছিয়া বেগমকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট