হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যা’

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া থেকে ফারজানা আক্তার (২২) নামের এক প্রতিবন্ধী তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা আছিয়া বেগমকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানান, ফারজানা আক্তার প্রতিবন্ধী ছিলেন। করোনায় তাঁর বাবা মারা যান। এরপর থেকে মা আছিয়া বেগম ফারজানার দেখভাল করতেন। 

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু বলেন, ফারজানার মা আছিয়া বেগমেরও মানসিক সমস্যা রয়েছে। তিনি একাই মেয়েকে দেখাশোনা করতেন। ফারজানার দুই ভাই রয়েছে। তাঁরা তাঁদের সংসার নিয়ে অন্যত্র বসবাস করেন। 

সুনামগঞ্জ থানার পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজ সকালে আছিয়া বেগম তাঁর মেয়েকে জবাই করে হত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। 

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পরপরই তরুণীর মা আছিয়া বেগমকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা