হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ধানখেত থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়া বাজার এলাকার ধানখেত থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই ব্যক্তির নাম মো. জামু মিয়া (৪৫)। তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন বর্গাচাষি।

পুলিশের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে, কালাপুরের সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার একটি ধানখেতে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মো. জামু মিয়ার লাশ শনাক্ত করে তারা। পুলিশের ধারণা, আজ ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

জামু মিয়ার ভাতিজা জসিম আহমদ বলেন, তাঁর চাচা বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা চালানো কমিয়ে দিয়েছেন। তিনি বর্গাচাষ করতেন। আজ ভোরে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তাঁর লাশ উদ্ধার হওয়ার খবর পান তাঁরা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে কাজ করছে পুলিশ।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার