হবিগঞ্জ শহরের নিউফিল্ড খেলার মাঠ থেকে শিমুল মিয়া (২৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান।
নিহত শিমুল মিয়া হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোডের ধানশিড়ি নামের এক রেস্তোরাঁর কর্মচারী। তিনি জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মৃত বেলু মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, শিমুলকে গতকাল সোমবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে নিউফিল্ড খেলার মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর্গে পাঠানো হয়েছে। কীভাবে শিমুলের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’