হোম > সারা দেশ > সুনামগঞ্জ

প্রবাসীর স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শরুপা বেগম (৩৫) নামে এক নারীর ওপর দুর্বৃত্তের অ্যাসিড হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শরুপা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউরা গ্রামের সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল হকের স্ত্রী। মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন। বাড়িতে তাঁর স্ত্রী শরুপা বেগম, তিন সন্তান ও তাঁর মা বসবাস করতেন। 

স্থানীয়রা বলছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যান শরুপা বেগম। এ সময় তিনি অ্যাসিড হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাতেই তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অ্যাসিড নিক্ষেপের ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের পাশ থেকে একটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। বোতলটিতে অ্যাসিড-জাতীয় তরল পদার্থ আছে বলে ধারণা করা হচ্ছে। সেটি পরীক্ষা করে দেখা হবে।’ 

ওসি আরও বলেন, ‘আহত নারীর পরিবারের লোকজন জানিয়েছেন অ্যাসিড-জাতীয় কোনো পদার্থ তাঁর চোখে-মুখে নিক্ষেপ করা হয়েছে। তবে নিক্ষেপকারীকে তিনি চিনতে পারেননি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন থাকায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’ 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট