সিলেটের কোম্পানীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার বাঘনি মারা হাওরে এ ঘটনা ঘটে।
মৃত রমজান মিয়া উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মুসলিমপাড়া (চন্দ্রনগর) গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার ভোরে মাছ শিকার করতে হাওরে গিয়েছিলেন রমজান মিয়া। তখন কোনো এক সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।