হোম > সারা দেশ > সিলেট

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রকৌশলীকে ‘হুমকি’, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে দুই সপ্তাহ ধরে। রাত-দিন সমানতালে চলছে লোডশেডিং। এদিকে এক গ্রাহক স্থানীয় পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) এক প্রকৌশলীকে হুমকি দিয়েছেন বলে জানায় জিডি করেছেন।

গতকাল মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন ওই প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তি কল করেন। তিনি প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। একপর্যায়ে ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেন। এ ঘটনায় প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও তাঁর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এলাকাবাসীর অভিযোগ, গত ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় নগরে লোডশেডিংয় হয়েছে। নগর ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ বিদ্যুৎ গ্রাহকেরা। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে ২ / ৩ ঘণ্টাই অন্ধকারে থাকতে হয়। ঈদের পরই ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। ফলে লোডশেডিং ও গরমের তীব্রতায় শিক্ষার্থীদের পড়ালেখাও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গত রোববার রাতে নগরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

আজ বুধবার সন্ধ্যায় জিডির বিষয়টি নিশ্চিত করে সিলেট নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘প্রকৌশলী জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ