হবিগঞ্জে মাঠ থেকে আছিয়া খাতুন (৫০) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর উপজেলার চানপুর গ্রামের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে। আছিয়া ওই গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, চানপুর গ্রামের পার্শ্ববর্তী খেলার মাঠে সকালে আছিয়া খাতুনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা। বিষয়টি তাৎক্ষণিক সদর থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ভোরে ওই নারীকে খুন করা হয়েছে। নারীর মরদেহের পাশে রক্ত ও তার গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, আছিয়া খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলে আব্দুল মজিদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।