সিলেট জৈন্তাপুরের তামাবিল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আরো দুজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকাবাসী সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন।
আজ শনিবার বিকেল ৪টায় সিলেট তামাবিল মহাসড়কে সিলেট পাল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান (২৩)। তিনি উপজেলার হরিপুর উৎলারপাড় গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে। আহতরা হলেন, উপজেলার ৭ নম্বর এলাকার নাইম আহমদ (২১), শাহপরান এলাকার আল নোমান (২২)।
ঘটনার পরপর এলাকাবাসী সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে শান্ত করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।