হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে খোয়াই নদের বাঁধে ধস, বন্যার শঙ্কা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকার খোয়াই নদের বাঁধে ভয়াবহ ভাঙন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদের বাঁধে ফের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই বাঁধে এমন ধস নামায় চরম আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ক্ষোভও বাড়ছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই স্থানে ভাঙন দেখা দিলেও নেওয়া হয়নি কোনো কার্যকর স্থায়ী পদক্ষেপ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরও একই এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল। বিষয়টি একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও তারা কেবল সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে দায় শেষ করেছে। চলতি বছরও একই জায়গায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আশপাশের কয়েকটি গ্রাম এবং মাছ চাষের ঘের পানির নিচে তলিয়ে যেতে পারে।

পূর্ব ভাদৈ গ্রামের বাসিন্দা আবদুল খালেক বলেন, ‘গতবারও আমরা এমন দুর্ভোগে পড়েছিলাম। এবারও যদি সময়মতো বাঁধ মেরামত না করা হয়, তাহলে আমাদের জমি-ঘর সব চলে যাবে পানির নিচে। আগেই যদি স্থায়ীভাবে কাজ হতো, তাহলে আজ এই বিপদে পড়তে হতো না।’

হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকার খোয়াই নদের বাঁধে ভয়াবহ ভাঙন। ছবি: আজকের পত্রিকা

৫ নম্বর গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ব ভাদৈ বাঁধটি প্রতিবছরই বর্ষা মৌসুমে ভাঙে। এ বছর যে ঠিকাদারেরা কাজ পেয়েছেন, তারা পানি উন্নয়ন বোর্ডের কাজ সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ। হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কিছু নেতা প্রভাব খাটিয়ে এই কাজ আদায় করেছেন, যার কারণে আজ এলাকাবাসী দুর্ভোগে পড়েছে।’

স্থানীয় জনপ্রতিনিধিরাও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো মেরামতের কাজ শুরু না হলে আসন্ন বর্ষা ও পাহাড়ি ঢলে বড় ধরনের দুর্যোগ নেমে আসতে পারে।

বাঁধ সংস্কার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম হাসনাত মাহমুদ বলেন, ‘বাঁধটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ একটি বড় আকারের নৌকা ভৈরব থেকে আনার ব্যবস্থা করা হয়েছে। তবে নদে পানি কম থাকায় নৌকাটি এখনো পৌঁছায়নি। আশা করছি, আজ বা আগামীকাল সকালেই পৌঁছাবে এবং মেরামত কাজ দ্রুত শুরু হবে।’

তিনি জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে ভাঙনের স্থানে ইতিমধ্যে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে, যাতে পরিস্থিতির আরও অবনতি না ঘটে। তবে স্থায়ী সমাধানে কিছুটা সময় লাগবে।

এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিয়ে তাদের ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা রক্ষা করা হোক।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি