হোম > সারা দেশ > সিলেট

পাসের হারে তলানিতে সিলেট বোর্ড, কমেছে জিপিএ–৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট বোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর পাসের হার ৭৬ দশমিক ৬ শতাংশ; যা গত বছর ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছরের চেয়ে পাসের হার ২ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৫২ জন; যা গত বছরের চেয়ে ২ হাজার ১১৩টি কম। 

এ ছাড়া দেশের সব কটি বোর্ডের মধ্যে পাসের হারে তলানিতে সিলেট শিক্ষাবোর্ড। আজ শুক্রবার দুপুরে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

এদিকে শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। আর কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই। তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল হয়েছে বিজ্ঞান বিভাগে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। 

এ বছর ১ লাখ ১০ হাজার ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৫৩২ জন। ছাত্র ৪৫ হাজার ২৮৩ জন এবং ছাত্রী ৬৪ হাজার ২৪৯ জন। পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন। তার মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন ও মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন। ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৮৮ এবং মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৮৮ শতাংশ। 

ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ১৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ২২৩ জন। এর মধ্যে ছেলে ১০ হাজার ১৬৮ জন অংশ নিয়ে পাস করে ৯ হাজার ৪৬১ জন এবং মেয়ে ২৩ হাজার ১৩৫ জন অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ২২৩ জন। 

মানবিক বিভাগ থেকে সর্বাধিক ৭৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৬ হাজার ১৬২ জন। এর মধ্যে ছেলে ৩১ হাজার ৪৪০ জন অংশ নিয়ে পাস করে ২১ হাজার ৩৯৫ জন। আর মেয়ে ৪৭ হাজার ৪৫৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৪ হাজার ৭৬৭ জন। 

ব্যবসায় শিক্ষায় ৭ হাজার ১০৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৯২১ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৬৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৫৩ জন এবং মেয়ে ৩ হাজার ৪২৯ জন অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৮৬৮ জন। 

এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৪৭০ ও মেয়ে ২ হাজার ৯৮২ জন। গত বছরের চেয়ে ২ হাজার ১১৩টি জিপিএ-৫ কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। 

এ বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৫০ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৪১৭ এবং মেয়ে ২ হাজার ৭৮৭ জন। মানবিকে জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। এর মধ্যে ছেলে ২৮ ও মেয়ে ১৩১ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন। এর মধ্যে ছেলে ২৫ ও মেয়ে ৬৪ জন। 

বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেট জেলায় ৪১ হাজার ১২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩২ হাজার ৩৯৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬১৯ জন। পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ। 

হবিগঞ্জ জেলায় ২০ হাজার ৩৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ১৩১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৯৭৯ জন। পাসের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। 

মৌলভীবাজার জেলায় ২৪ হাজার ৫৭৫ জন অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৫৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৯৮ জনে। তবে গড় পাসের হার ৭৪ দশমিক ২৪ শতাংশ। 

সুনামগঞ্জ জেলায় ২৩ হাজার ৪৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৭২৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫৬ জন। জেলায় গড় পাসের হার ৭৭ দশমিক ৩৮ শতাংশ।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট