হোম > সারা দেশ > সিলেট

সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে ডাইক ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে। এরই মধ্যে সুরমা নদীর সাতটি ও কুশিয়ারা নদীর দুটি স্থানে ডাইক ভেঙে প্রবল বেগে পানি প্রবাহিত হয়। পানিতে তলিয়ে গেছে কৃষকদের পাকা বোরো ধান, পুকুর, ফিশারি। ডুবে গেছে অনেক বাড়িঘরও। 

এই পানিতে মানিকপুর, কাজলশার, বারহাল, জকিগঞ্জ সদর ও বিরশ্রী ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে। 
 
এ বিষয়ে বারহাল ইউনিয়নে চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, বারহালের নোয়াগ্রাম, ‘উত্তর খিলোগ্রাম, শরিফবাদ, কচুয়া, চক গ্রামে সুরমা নদীর ডাইক ভেঙে জনপদ প্লাবিত হয়েছে। কয়েকটি গ্রামের মানুষ পানি বন্ধী রয়েছে। ১০০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে পানিতে।’ 

জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, ‘তিন হাজারের মতো লোক পানিবন্দী হয়ে পড়েছে। ভারতীয় মণিপুর রাজ্য থেকে প্রবাহিত বরাক নদ বাংলাদেশের জকিগঞ্জ সীমান্তে এসে দুই ভাগে বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদীতে রূপান্তরিত হয়েছে। 
মেঘালয় রাজ্যের পাহাড় থেকে খরস্রোতা লোভা নদী কানাইঘাটে সুরমায় মিলিত হয়েছে। গত কয়েক দিন ধরে মণিপুর ও মেঘালয়ের পহাড়ে অবিরাম ভারী বৃষ্টি হচ্ছে। যেকোনো সময় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।’ 

সিলেটে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জকিগঞ্জের বন্যার্তদের জন্য এরই মধ্যে ১৮ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। 

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১