হোম > সারা দেশ > মৌলভীবাজার

টিকা নেওয়ার পর শিশু মৃত্যুর অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে টিকা দেওয়ার ১৩ ঘণ্টা পর ২ মাস বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় শিশুটি মারা যায়। শিশুর বাবা অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসায় আমার সুস্থ মেয়েটি মারা গেছে। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির পরিবার টিকা দেওয়ার জন্য আসে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে (পেন্টা+পিসিডি+আইপিডি+ওপিড) এই চারটি টিকা দুই হাতে ও দুই পায়ে প্রয়োগ করেন। টিকা প্রয়োগের পর রাত ১২টায় ঘুমানো অবস্থায় শিশুটি কান্না করে উঠলে তার নাক দিয়ে ফেনা ও রক্ত বের হতে থাকে। তখন দ্রুত শিশুকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার পাঠানোর কথা বলেন। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। 

শিশুটি উপজেলার পৌর এলাকার নছরতপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের মো. জুয়েল আহমদের মেয়ে সানজিদা জান্নাত তুহা। 

শিশুর বাবা মো. জুয়েল আহমেদ অভিযোগ করে বলেন, আমার ২ মাস ৩ দিনের মেয়ে সানজিদা জান্নাত তুহাকে সুস্থ অবস্থায় টিকা দেওয়ার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি সকালে। সেখানে ডাক্তার আমার মেয়েকে ৪টা টিকা দেন। দু'টা দুহাতে দু'টা দুই পায়ে। হঠাৎ রাত সারে ১২টার দিকে ঘুমানো অবস্থায় শিশুটি কান্না করে উঠে, পরে আমি দেখি আমার মেয়েটার নাক দিয়ে ফেনা ও রক্ত বের হচ্ছে। তখন দ্রুত মেয়েকে নিয়ে রাতে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার যাওয়ার কথা বলেন। সেখান থেকে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে যাওয়ার পথে আমার বাচ্চাটা মারা যায়। মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশুর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আমাদের এখানে প্রায় সময়ই বাচ্চাদের টিকা দেওয়া হয়। তবে টিকায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা তাৎক্ষণিক হয়ে থাকে। তবে, জ্বর বা সাধারণত সমস্যা হতেই পারে, কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে অন্যটা হয়ে গেল। এখন দেখতে হবে, এই বাচ্চার আগে থেকে কোনো সমস্যা ছিল কি না। আমরা সেটা জেলাতেও রিপোর্ট করেছি। হাসপাতালের মেডিকেল অফিসার এবং ডব্লিউএইচ এর প্রতিনিধি আছে যারা টিকার সংক্রান্ত বিষয় নিয়ে ডিল করে তারা এ বিষয়টা নিয়ে তদন্ত করবে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানাতে পারব। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট