হোম > সারা দেশ > সিলেট

এক কক্ষেই সকল শ্রেণির পাঠদান

বালাগঞ্জ প্রতিনিধি

গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামের মসজিদের এক কোণে স্কুল ভবনের অবকাঠামো। ইংরেজি এল অক্ষরের মতো এক রুমের পুরোনো ছোট্ট একটি স্কুল ঘর। এই একটি ঘরেই পাঠদান করানো হয় প্রায় শতাধিক শিক্ষার্থীকে।

সরেজমিনে দেখা যায়, দু’দিকে হাওর। হাওরের মাঝখানে গ্রামটির নাম গৌরীপুর। এই গ্রামের মানুষ বছরের প্রায় ৭-৮ মাস পানিবন্দী থাকেন। হাওরের ঢেউয়ের সঙ্গে লড়াই করে চলছে তাঁদের জীবনসংগ্রাম। সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরবর্তী এই গ্রামের সঙ্গে নেই যোগাযোগ ব্যবস্থা। নৌকা বা পায়ের ওপরই ভরসা করতে হয়। শুকনো মৌসুমে পায়ে হেঁটে আর বর্ষায় নৌকায় চলাচল করেন এ গ্রামের লোকজন। লেখাপড়ার সুযোগ-সুবিধা না থাকায় ঝরে পড়ছে গ্রামের কোমলমতি শিশুরা।

গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভবন নির্মাণের জন্য গ্রামের লোকজন কয়েক বছর আগে ১ একর ৫ শতক ভূমি স্কুলের নামে দান করে দেন। ২০১৬-১৭ সালে স্কুলের জন্য একটি ভবন বরাদ্দ দেওয়া হলে গ্রামবাসীর দান করা ভূমিতে মাটি কেটে ভিটা তৈরি করা হয়। এরপর আর স্কুলের ভবন নির্মিত হয়নি।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন বলেন, স্কুলের ভবন বরাদ্দ দেওয়ার খবর শুনে আমরা খুবই উচ্ছ্বসিত হয়েছিলাম। কিন্তু ভিটা তৈরির পর আর ভবন নির্মাণ হয়নি। এই এলাকার কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুলের একটি ভবন বরাদ্দ দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিমী সেন বলেন, ২০১৭ সালে আমি এই স্কুলে যোগদান করি। চারজন শিক্ষকের পদ থাকলেও দুটি পদ শূন্য। বর্তমানে একজন সহকারী শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে আছেন। আমাকে একাই সবকিছু সামাল দিতে হচ্ছে। এক রুমের এই স্কুলে বাচ্চাদের পাঠদান করাতে খুবই সমস্যা হচ্ছে। বেঞ্চ-টেবিল নেই বললেই চলে। রোদ-বৃষ্টিতে বাচ্চাদের বাইরে বসিয়ে রাখতে হয়। এক-এক শ্রেণি করে গাদাগাদি করে বসিয়ে পাঠদান করাতে হয়। প্রতি ক্লাস আধা ঘণ্টা করে নিয়ে অন্য একটি ক্লাস শুরু করতে হয়। নেই অফিস রুম। বেঞ্চে বসে অফিসের কাজ করতে হয়।

বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভূঁইয়া বলেন, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিবি-৩) আওতায় স্কুল ভবন নির্মাণের কথা ছিল। মাটি ভরাটের কাজ সম্পন্ন করার পর ওই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভবন নির্মাণ হয়নি। পিইডিপি-৪ এর আওতায় ভবন নির্মাণের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। 

এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এস আর এম জি কিবরিয়া বলেন, নিচতলা ফাঁকা রেখে নতুন ডিজাইনে ভবন অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট