কুমিল্লার ঘটনার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে আটটি পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয়সহ প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল পূজামণ্ডপের দায়েরকৃত মামলায় প্রধান আসামি মাওলানা আব্দুল করিমকে (৪০) গ্রেপ্তার করে গত শনিবার দুপুরে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে কামারছড়া চা বাগান মণ্ডপ কমিটির দায়েরকৃত মামলায় তারেকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করে গতকাল রোববার মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শন সুরুজ আলী ও ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আলীনগর ইউনিয়নের ও কামারছড়া চা বাগান মণ্ডপ কমিটির পক্ষ থেকে প্রতিমা ভাঙচুরের মামলায় কোন আসামিকে গ্রেপ্তার না করায় গত শনিবার সকালে কামারছড়া চা বাগানের শ্রমিকেরা কাজে যোগদান করার আগে এক ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। কমলগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রোববার দিনভর কমলগঞ্জ উপজেলার আক্রান্ত মণ্ডপগুলো পরিদর্শন করেছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, 'বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।'