হোম > সারা দেশ > সিলেট

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো সিসিক মেয়র আরিফকে 

সিলেট প্রতিনিধি

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে। আজ বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে তাঁকে ঢাকা আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।

এ নিয়ে ডা. জাহিদুল ইসলাম জানান, গত রোববার রাত আড়াইটার দিকে আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। এর পর রাত তিনটার দিকে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া গেছে।

সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ২০১৪ সালের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তখন তাঁর হার্টে একটি রিং পরানো হয়েছিল। হার্টের সমস্যার পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে। এর আগেও তিনি ঢাকায় চিকিৎসা করিয়েছিলেন। তাই এবারও উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় গেছেন। সেখানে ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হবেন। এনজিওগ্রামের প্রয়োজন হলে সেটা ঢাকায় করানো হবে।

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার