হোম > সারা দেশ > সিলেট

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো সিসিক মেয়র আরিফকে 

সিলেট প্রতিনিধি

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে। আজ বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে তাঁকে ঢাকা আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।

এ নিয়ে ডা. জাহিদুল ইসলাম জানান, গত রোববার রাত আড়াইটার দিকে আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। এর পর রাত তিনটার দিকে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া গেছে।

সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ২০১৪ সালের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তখন তাঁর হার্টে একটি রিং পরানো হয়েছিল। হার্টের সমস্যার পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে। এর আগেও তিনি ঢাকায় চিকিৎসা করিয়েছিলেন। তাই এবারও উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় গেছেন। সেখানে ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হবেন। এনজিওগ্রামের প্রয়োজন হলে সেটা ঢাকায় করানো হবে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ