হোম > সারা দেশ > সিলেট

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো সিসিক মেয়র আরিফকে 

সিলেট প্রতিনিধি

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে। আজ বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে তাঁকে ঢাকা আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।

এ নিয়ে ডা. জাহিদুল ইসলাম জানান, গত রোববার রাত আড়াইটার দিকে আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। এর পর রাত তিনটার দিকে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া গেছে।

সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ২০১৪ সালের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তখন তাঁর হার্টে একটি রিং পরানো হয়েছিল। হার্টের সমস্যার পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে। এর আগেও তিনি ঢাকায় চিকিৎসা করিয়েছিলেন। তাই এবারও উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় গেছেন। সেখানে ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হবেন। এনজিওগ্রামের প্রয়োজন হলে সেটা ঢাকায় করানো হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট