হোম > সারা দেশ > সিলেট

বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা: এমপি মোকাব্বির

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

‘আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই, বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা। সেই সিন্ডিকেটই তাঁকে এ জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’ এমন মন্তব্য করেছেন গণফোরামের মোকাব্বির খান এমপি।

আজ বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে মজলিশপুর-মজনপুর গ্রামবাসীর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মোকাব্বির খান বলেন, ‘দেশের মানুষ আজ অসহায়, দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ—এই তিনটা মিলেই সিন্ডিকেট সৃষ্টি করে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে। আর সেই সিন্ডিকেটের সদস্যরা নিজের ইচ্ছেমতো দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।’ 

মোকাব্বির আরও বলেন, ‘তা ছাড়া বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি বাজার সিন্ডিকেটে হাত দিতে পারছেন না। কেন হাত দিতে পারছেন না। উনি নিজেও একজন ব্যবসায়ী। তাই আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই, বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা। সেই সিন্ডিকেটই তাঁকে বাণিজ্যমন্ত্রীর জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’ 

সাবেক ইউপি মেম্বার আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি চক্রবর্তী ও সহকারী শিক্ষক শামীম আহমদ। 

বক্তব্য দেন আব্দুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সংগঠক আব্দুস সালাম। সঞ্চালনা করেন মাওলানা শাহিদ খান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু