হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শিগগির দ্রব্যমূল্য কমে আসবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিশ্ববাজারে দ্রব্যমূল্য কমছে। এই ঢেউ আমাদের দেশে আসতে একটু সময় লাগবে। তবে আগামী এক মাসের মধ্যে দ্রব্যমূল্য কমে আসবে।’ আজ শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ কালীবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাজারদর কমানোর হুকুম দেওয়ার শক্তি আমার নাই। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, শিগগির দ্রব্যমূল্য কমে আসবে। কিছু দুষ্ট লোক মাঝে মাঝে আমাদের দেশের পরিস্থিতি এদিক-সেদিক নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শক্ত হাতে পরিবেশ সুন্দর করে ধরে রেখেছেন।’

সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য সবার ঐকান্তিক প্রচেষ্টা দরকার বলে মনে করেন মন্ত্রী।

এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ। আলোচনা সভার আগে জন্মাষ্টমীর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট