হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পরিবহন কর্মবিরতির ঘোষণা

সিলেট প্রতিনিধি

সিলেটে গ্যাসের লোড বাড়ানোসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হবে বলে জানান শ্রমিক নেতারা।

এর আগে রোববার নগরীর কোর্ট পয়েন্টে ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন করে আল্টিমেটাম দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক নেতারা। তাঁরা আজ মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন।

সিলেট জেলা সড়ক পরিবহন বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৫ দফা দাবিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন আল্টিমেটাম ও ঘোষণা দিয়ে আসলেও কেউ কোনো কর্ণপাত করছেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী-এমপিদের অবহিত করার পরও কোনো সমাধান হচ্ছে না। এমতাবস্থায় আমরা কর্মবিরতির ডাক দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না। তাই আগামীকাল থেকে আমাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’ প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়ার হুমকি দেন এ পরিবহন শ্রমিক নেতা।’

গ্যাসের সংকট সমাধান, রাজনৈতিক মামলায় শ্রমিকনেতাকে জড়িতের প্রতিবাদ, সড়ক দুর্ঘটনার মামলায় চালকদের জামিন, পরিষেবা আইন বাতিল, দেড় বছর আগে গোলাপগঞ্জে ইউপি নির্বাচনের সময় রাস্তায় দাঁড়ানো ৪ জন শ্রমিকনেতার মুক্তির দাবিতে এই কর্মবিরতি ঘোষণা করা হয়।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত