হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পরিবহন কর্মবিরতির ঘোষণা

সিলেট প্রতিনিধি

সিলেটে গ্যাসের লোড বাড়ানোসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হবে বলে জানান শ্রমিক নেতারা।

এর আগে রোববার নগরীর কোর্ট পয়েন্টে ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন করে আল্টিমেটাম দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক নেতারা। তাঁরা আজ মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন।

সিলেট জেলা সড়ক পরিবহন বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৫ দফা দাবিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন আল্টিমেটাম ও ঘোষণা দিয়ে আসলেও কেউ কোনো কর্ণপাত করছেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী-এমপিদের অবহিত করার পরও কোনো সমাধান হচ্ছে না। এমতাবস্থায় আমরা কর্মবিরতির ডাক দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না। তাই আগামীকাল থেকে আমাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’ প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়ার হুমকি দেন এ পরিবহন শ্রমিক নেতা।’

গ্যাসের সংকট সমাধান, রাজনৈতিক মামলায় শ্রমিকনেতাকে জড়িতের প্রতিবাদ, সড়ক দুর্ঘটনার মামলায় চালকদের জামিন, পরিষেবা আইন বাতিল, দেড় বছর আগে গোলাপগঞ্জে ইউপি নির্বাচনের সময় রাস্তায় দাঁড়ানো ৪ জন শ্রমিকনেতার মুক্তির দাবিতে এই কর্মবিরতি ঘোষণা করা হয়।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট