হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জের লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি (এম এ খান) সেতুর টোল আদায় বন্ধে মানববন্ধন। আজ রোববার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। ছবি: আজকের পত্রিকা

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি (এম এ খান) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পাশাপাশি একই দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। চার দশকের বেশি সময় ধরে সড়ক ও জনপথ বিভাগ এই সেতু থেকে টোল আদায় করছে। বিগত ৪১ বছর টোল আদায় হওয়ায় নির্মাণ ব্যয়ের টাকা অনেক আগেই উঠে গেছে। বর্তমানে সেতু থেকে টোল আদায় করা বেআইনি। অনতিবিলম্বে লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধ করতে হবে। অন্যথায় সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে সুনামগঞ্জ সমিতির নেতারা সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বরাবর লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দেয়।

সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাশ্মির রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অর্থ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সৈয়দ খুররম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ প্রমুখ।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু