হোম > সারা দেশ > সিলেট

‘কেন্দ্রের চাপে’ বিএনপির কাউন্সিল থেকে মেয়র আরিফের প্রার্থিতা প্রত্যাহার

সিলেট প্রতিনিধি

সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে নগরীর কুমারপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। আরিফের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, বিএনপির হাইকমান্ডের নির্দেশনায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করছেন। 

সংবাদ সম্মেলনে মেয়র আরিফ বলেন, ‘দলীয় হাইকমান্ডের নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। আমি দলের স্বার্থে আজীবন কাজ করে যেতে চাই। আমার অতীত ভালোমন্দ আপনাদের ও বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়েই। সর্বোপরি সিলেটের সকল পর্যায়ের জনতাকে সাথি করেই অতিক্রম করেছি সকল ক্রান্তিলগ্ন। তাই আজ এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না।’ 

আরিফ বলেন, ‘বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমার কাছে নীতিনির্ধারণী বহুজাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় একজন ব্যক্তির চেয়ে অবশ্যম্ভাবীভাবে অতীব গুরুত্বপূর্ণ। আমাদের আদর্শিক চেতনার নেতা প্রেসিডেন্ট জিয়া বলে গেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তাই সেই মতের সিপাহি হয়ে এর বাইরে আমার এক কদমও নেই এবং চলতে পারে না। এমতাবস্থায় দলের হাইকমান্ড মনে করেছে একজন মেয়র হয়ে সিলেটের যে প্রভুত উন্নয়ন প্রকল্প নিয়ে আপনাদের সহযোগিতায় নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী পরিশ্রম করার চেষ্টা করছি, সেই লক্ষ্যে আরও মনোনিবেশ করে আগামীতে দলের স্বার্থে বড় কোনো কাজের জন্য প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ।’ 

সিসিক মেয়র বলেন, ‘বিএনপি আমাকে অনেক দিয়েছে, একজন ছাত্রদল কর্মী থেকে আজকের মেয়র আরিফ। আমি কখনো ভুলে যাই না, দু-দুবার মেয়র হতে ভোটের লড়াইয়ে আমার প্রিয় নেতা-কর্মী এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কী মরণপণ লড়াই করেছেন এবং সেটি কেবল বিএনপির আরিফুল হক চৌধুরীর জন্যে করেছেন, শুধু আরিফের জন্যে নয়। গোটা দেশের মানুষ যখন বলে, সিলেটের মেয়র বিএনপির আরিফুল, তখন বাগানে ফুটে বিএনপি নামক ফুল! আমি সেই বাগানের মালি হয়ে আমার সারা রাজনৈতিক জীবন চালিয়ে যেতে দৃঢ়সংকল্পে বলীয়ান।’ 

আরিফ বলেন, ‘আমার প্রার্থিতা প্রত্যাহার ঘোষণার সাথে সাথে আমার সঙ্গে পথচলা সকল নেতা-কর্মী তথা বিএনপির প্রাণ সিলেট জেলার প্রত্যেক তৃণমূল নেতা-কর্মীর বুকে ঠাঁই পাওয়া নিঃসঙ্কোচে স্বীকার করছি, জানান দিচ্ছি, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত, আপ্লুত। মাত্র এক সপ্তাহে পথে পথে, রাতের গভীরে, উপজেলার বিভিন্ন হাটবাজারে যে অভূতপূর্ব মমতার নিদর্শন আপনারা দেখিয়েছেন, তাতে আমি বিমুগ্ধ এবং আমার পরিবার আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। এই ভালাবাসার প্রতিদান নেই, হতে পারে না। তথাপি এর উত্তরে আমার বার্তা হলো বিএনপি ছাড়া আমার কোনো রাজনৈতিক দল নেই।’ 

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণদানবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মকন মিয়াসহ মেয়র আরিফের ঘনিষ্ঠ ও দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। কিন্তু কাউন্সিলের ভোটার তালিকা নিয়ে ও কয়েকটি উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় ২৪ ঘণ্টা আগেই কেন্দ্র থেকে স্থগিত করা হয় এই আয়োজন। 

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার