হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে বিরোধ, মুহতামিমকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার প্রধানকে মারধরের প্রতিবাদে মানববন্ধন। গতকাল বিকেলে পৌর পয়েন্টে তোলা। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে মুহতামিমকে (মাদ্রাসার প্রধান) মারধরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া (মহিষাকোনা) গ্রামের মাদানিয়া আমিনিয়া মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফ উদ্দিন জিয়ার সঙ্গে একই গ্রামের ছিদ্দেক আলীর বিরোধ চলছিল। এর জেরে গতকাল বুধবার সন্ধ্যায় মাওলানা শরিফ উদ্দিন জিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছিদ্দেক আলীর লোকজন তাঁকে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মাদ্রাসার প্রধানকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পূর্ববিরোধ ও মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে লিখিত অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট