হোম > সারা দেশ > সিলেট

‘দেশে প্রতি ৫ তরুণের একজন হৃদরোগের ঝুঁকিতে’

সিলেট প্রতিনিধি

সিলেটে হৃদ্‌রোগের বিষয়ে গণসচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এ র‍্যালি ও আলোচনা সভা হয়। ‘হৃদয় দিয়ে হোক হৃদয়ের বন্ধন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার, নিয়মিত ব্যায়াম ও ধূমপান পরিত্যাগের বিষয়ে জোর দিয়েছেন চিকিৎসকেরা। 

এ সভায় বক্তারা বলেন,হৃদ্‌রোগের কারণে প্রতিবছর বিশ্বের প্রায় ১ কোটি ৭০ লাখ লোক মারা যায়। বাংলাদেশে  হৃদ্‌রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন হৃদ্‌রোগ ঝুঁকির মধ্যে রয়েছেন। আর দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ১৭ শতাংশই হৃদ্রোগের কারণে হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগ ও সিলেট হার্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হাওলাদার, অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, হৃদ্রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মখলিসুর রহমান, সিলেট হার্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. হাবিবুল্লাহ সেলিমসহ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অসচেতনতা এসব কারণে  হৃদ্‌রোগ শুধু বড়দের নয়, শিশু-কিশোরদের মাঝেও দেখা যাচ্ছে।  হৃদ্‌রোগজনিত অকাল মৃত্যু ঝুঁকি কমাতে ২০২৩ সালের মধ্যে বিশ্বের খাদ্য সরবরাহ শৃঙ্খল থেকে ট্রান্সফ্যাট নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট