হোম > সারা দেশ > সিলেট

ফজর নামাজ পড়তে বেরিয়েছিলেন বৃদ্ধ, লাশ মিলল হাওরে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে হাজী আশক আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার বিকেলে ওই বৃদ্ধের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চাউলধনী হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। আশক আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর (তেঘরী) গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন বৃদ্ধ আশক আলী। এরপর সকাল হয়ে এলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। অবশেষে বিকেলে চাউলধনী হাওরের চাঁনপুর গ্রাম এলাকার সমস্যার খালে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশক আলীর লাশ উদ্ধার করে।

আশক আলীর ছেলে আখদ্দুছ আলী আজকের পত্রিকাককে বলেন, ‘আমার বৃদ্ধ পিতা বাড়ি থেকে এতো দূরে যাওয়ার যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে ওখানে লাশ ফেলে রাখা হয়েছে।’

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট