হোম > সারা দেশ > সিলেট

বিয়ের দাবিতে কমলগঞ্জে নোয়াখালীর তরুণী

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেন নোয়াখালীর তরুণী (২০)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খুশালপুর গ্রামের প্রেমিকের বাড়িতে অবস্থান করেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে তরুণীকে আশ্বস্ত করলে অনশন ভেঙে বেলা ১টার দিকে ট্রেনে নোয়াখালীর সোনাইমুড়ি গ্রামের বাড়িতে চলে যান।

স্থানীয় ও ইউপি সদস্য জানান, ফেসবুকের মাধ্যমে প্রেম হয় ওই তরুণীর সঙ্গে খুশালপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে উজ্জ্বলের। উজ্জ্বল ফোনে কথা বন্ধ করে দিলে ওই তরুণী উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটে উজ্জ্বলের সঙ্গে দেখা করেন তিনি। তখন সিলেটে উজ্জ্বলের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালে স্থানীয়রা সেখান থেকে ওই তরুণীকে চলে যেতে বলেন। সেখান থেকে ওই তরুণী উজ্জ্বলের গ্রামের বাড়িতে চলে আসেন।

বিয়ের দাবিতে অনশনে তরুণী বলেন, ‘গত রমজান মাসে ফেসবুকের মাধ্যমে উজ্জ্বলের সঙ্গে পরিচয় হয়। প্রায় এক বছর ধরে আমাদের প্রেম। শাহজালাল মাজার ও কোরআন শরিফ ছুঁয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয় উজ্জ্বল। এখন সে অস্বীকার করছে বিয়ে করবে না। তার পরিবারও এই সম্পর্ক মানতে পারছে না। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে উজ্জ্বলের বাড়িতে এসে অনশন করছি। বিয়ে না করলে আত্মহত্যা করব।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘শুনেছি উভয়ের মধ্যে প্রেম। এটা কত দূর পর্যন্ত গিয়েছে আমাদের জানা নেই। গতকাল থেকে মেয়েটি বিয়ের দাবিতে উজ্জ্বলের বাড়িতে অবস্থান করে। আমরা মেয়ের পরিবারের সঙ্গে আলাপ করেছি। বেলা ১টার সময় পরিবারের সঙ্গে আলাপ করে মেয়েকে ট্রেনে করে বাড়িতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী রোববার মেয়ের অভিভাবকেরা তাঁদের যে প্রেম ছিল এ-সংক্রান্ত প্রমাণ নিয়ে আসবেন বলেছেন। তাঁদের সবকিছু ঠিকঠাক থাকলে মেয়ে তার উচিত বিচার পাবে।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, মেয়েটিকে তার বাড়িতে পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন আগামী রোববার আসলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান